FB_IMG_1458206627973

বিডি নীয়ালা নিউজ(১৮ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী  প্রতিনিধি): সাউথ এশিয়ান (এসএ) গেমসে বাংলাদেশ দলের তীরন্দাজ (আরচারিতে) রৌপ্য পদক জয়ী বিউটি রায়কে নীলফামারী জেলা ক্রীড়া সংস্থার পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বঙ্গবন্ধুর জনবার্ষিকী ও জাতীয় শিশুদিবসের অনুষ্ঠানে স্থানীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এমপি বিউটির হাতে ফুলের তোড়া, ক্রেষ্ট ও জেলা ক্রীড়া সংস্থার একটি ব্লেজার প্রদান করেন।

এ সময় সংস্কৃতি মন্ত্রী বলেন “বিউটি শুধু নীলফামারীর গর্ব নয়। সে গোটা জাতির গর্ব। আন্তর্জাতিক প্রতিযোগিতা এসএ গেমসে তাঁর অর্জন গোটা জাতিকে গর্বিত করেছে। পাশাপাশি আমরা নীলফামারীবাসী তাঁর কৃতিত্বে আরও বেশি গর্বিত।” তাঁর অধিকতর সাফল্যের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।

সংবর্ধনা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি পুলিশ সুপার জাকির হোসেন খান,  সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, বিউটির বাবা টেইলার মাস্টার দিপু রাম রায় সহ জেলার খেলোয়ারবৃন্দ।

অনুষ্ঠানে বিউটি তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, “সংবর্ধনা পেয়ে আমি গর্বিত। আমাকে আশীর্বাদ করবেন সকলে। শুধু রৌপ্য নয়, দেশের হয়ে সোনা অর্জন করতে চাই আমি।

উল্লেখ্য যে, নীলফামারী জেলা সদরের কুন্দপুকুর গ্রামের মেয়ে বিউটি রায়। সে কুন্দুপুকুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে তৎকালীন শরীর চর্চা ও ক্রীড়া শিক্ষক ভুবন মোহন তরফদারের মাধ্যমে  জেলা ক্রীড়া সংস্থার এক মাসের আরচারি প্রশিন নেয়। বিউটি ২০০৮ সালে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহনে সুযোগ পায়। ২০০৯ সালে দ্বিতীয় সাউথ এশিয়ান আরচারিতে জীবনের প্রথম রৌপ্যপদক অর্জন করেছিল বিউটি। এরপর ওই বছর পঞ্চম এশিয়ান আরচারিতে ব্রোঞ্চ ও ২০১৩ সালে বাংলাদেশ গেমসে একই বিষয়ের প্রতিযোগিতায় অর্জন করেন স্বর্ণপদক। এরপর চলতি বছরের গত ৯ ফেব্রুয়ারি ভারতের শিলংয়ে জওহরলাল নেহরু ক্রীড়া কমপ্লেক্সে বাংলাদেশের হয়ে আরচারিতে অংশ নিয়ে রৌপ্যপদক জিতে নেন বিউটি। দেশের বাইরে বিউটি থাইল্যান্ড, ইতালি, চীন, সিঙ্গাপুর, ভারতসহ ১০টি দেশে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে