Chowhali (Binodon ) photo 13-07-16

বিডি নীয়ালা নিউজ (১৩ ই জুলাই  ২০১৬) মারুফ সরকার (বিভাগীয় প্রতিনিধি):  ঈদের দিন থেকে সিরাজগঞ্জের দক্ষিন অঞ্চলের মানুষের চিত্তবিনোদনের অন্যতম প্রধান স্পট এনায়েতপুর যমুনা স্পার ও বেতিল স্পার বাঁধে বিনোদন পিপাসু মানুষের ঢল নেমেছে। বিশেষ করে যমুনা তীরে নির্মীত আর্ন্তজাতিক মানের খাজা ইউনুস আলী আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইন্সটিটিউশন, ইংলিশ মিডিয়াম স্কুল এবং যমুনার পাশেই দৃষ্টি নন্দন কারুকাজ খচিত খাজা এনায়েতপুরীর মাজার দেখতে সারা বছরই ভক্তবৃন্দসহ দেশ-বিদেশের লাখো মানুষের ঢল নামলেও ঈদ-পূজাসহ অন্যান্য পার্বণে এসব দেখতে ভ্রমন পিয়াসুদের পদচারনায় মুখরিত হয় পুরো এলাকা। এবার ঈদের লম্বা ছুটি পেয়ে অনেকেই এসেছেন এনায়েতপুর স্পারে বেড়াতে। সোমবার বিকেলে সরেজমিন দেখা গেছে ভ্রমন পিপাসুদের উপচে পড়া ভিড়ে কোথাও দাড়ানো যায়গা পাওয়া যাচ্ছিল না। এদিকে যমুনায় ছোট ছোট নৌকায় পরিবার পরিজন নিয়ে অনেকেই ভ্রমনে বেড়িয়ে পড়ছেন। আবার অনেকেই বন্ধু-বান্ধবীদের নিয়ে যমুনা তীরে চুটিয়ে আড্ডা দিচ্ছেন। সকাল থেকে রাত ১০ টা পর্যন্ত মানুষের কোলাহল দেখা যায়। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর, চৌহালী ও বেলকুচি উপজেলায় কোন বিনোদন কেন্দ্র গড়ে না ওঠায় সব বয়সের মানুষের কাছেই যমুনা তীরে বেড়াতে যাওয়ার আগ্রহ থেকেই যায়। বিভিন্ন উপজেলাসহ বাহিরের জেলা থেকে সড়ক পথে মাইক্রোবাস, পিকআপ ও সিএনজি এবং নৌ পথে ট্রলারে বাদ্যযন্ত্র বাজিয়ে ঢং সেজে সব বয়সের মানুষদের আসতে দেখা যায়। তাছাড়া প্রায় প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে নৌকা যোগে পিকনিক করতে এনায়েতপুরের যমুনা তীরে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ পেশাজীবিদেরকেও দেখা যায়। স্বঘোষিত পিকনিক স্পটে পরিনত হয়েছে স্পার বাঁধ ও হাসপাতাল এলাকা। অন্যদিকে প্রতি বছরের ন্যায় এবারও স্পার বাঁেধ বিনোদন প্রিয় মানুষদের জন্য এলাকাবাসিকে ছোট ছোট ডিঙ্গি নৌকা ভাড়া দিতে দেখা গেছে। একারনে চটপটিসহ মৌসুমী ফল ও ভাজা বাদাম বিক্রেতাদের ব্যবসা জমে উঠেছে। মাঝগ্রামের নৌকা মালিক জাহিদুল ইসলাম বলেন, আমার স্কুল পড়–য়া ছেলে সজিব রানা ঈদের দিন থেকে স্পারে নৌকা ভাড়া দিয়ে সাড়ে ৩ হাজার টাকা আয় করেছে। আগামী বছর নতুন ডিজাইনের নৌকা তৈরী করে ভ্রমন বিলাসীদের আনন্দ দেয়ার পরিকল্পনা করেছি।
ঈদের ছুটিতে বেড়াতে আসা মন্ডলপাড়ার সাদি আহম্মেদ ও প্রবাসী রেজা আহম্মেদ বাদল বলেন, আল্লাহর অসংখ্য নেয়ামতে সৃষ্টি প্রকৃতিতে যথাযথ উপভোগ করতে হলে যমুনা তীরে আসতেই হবে। যমুনা নদী তীরে দাড়িয়ে সূর্য্য আস্ত যাওয়ার দৃশ্য ভ্রমন পিপাসুদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়, না দেখলে বোঝানো যাবে না।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে