ডেস্ক স্পোর্টসঃ রাশিয়া বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে সর্বত্র।  মাঠের গণ্ডি পেরিয়ে ফুটবলের উত্তাপ এখন সমর্থকদের মনে।  বিশ্বের তারকা খেলোয়াড়দের চমক দেখতে অপেক্ষার প্রহর গুণছেন ফুটবলপ্রেমীরা।  আর সেই তালিকায় প্রথমেই আসে আর্জেন্টিনা ও বার্সেলোনার তারকা লিওনেল মেসির নাম।  কিন্তু এসবের মাঝেই রাশিয়া বিশ্বকাপের পর নিজের বুটজোড়া তুলে রাখার আভাস দিলেন তিনি।  মেসির দেয়া আভাস সত্যি হলে ২০০৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা ৩০ বছর বয়সী মেসির এটাই হবে শেষ বিশ্বকাপ।

এ ব্যাপারে সংবাদ মাধ্যম স্পোর্টসকে এই আর্জেন্টাইন তারকা বলেছেন, ‘আমি আসলে জানি না। এটা নির্ভর করছে আমরা কেমন খেলি। কিভাবে এই আসর শেষ করি তার উপর। আমরা তিনটি ফাইনাল খেলেছি, যা সহজ নয়, এজন্য আমাদের বাহবা দেওয়া উচিত। এটা সত্য যে শিরোপাই মূল কথা। কিন্তু পাওয়াটা আসলেই কঠিন।’

লিওনেল মেসির দল এরইমধ্যে বিশ্বকাপে অংশ নিতে রাশিয়া পৌঁছেছে।  শনিবার রাতে ব্যক্তিগত জেট দ্য রোলিং স্টোনসে বার্সেলোনা থেকে মস্কোতে পাড়ি জমান সাম্পাওলির শিষ্যরা।  ১৬ জুন আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হবে।

গ্রুপের অন্য দু’টি দল নাইজেরিয়া ও ক্রোয়েশিয়া।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে