ডেস্ক রিপোর্টঃ দেশের ছোট-বড় সব এনজিওর প্রতি এক বছর হাওরাঞ্চলে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধ রাখতে অনুরোধ জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (০৪ মে) সচিবালয়ে এক আন্তমন্ত্রণালয় বৈঠকের পর এই অনুরোধ জানানো হয়েছে। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সাংবাদিকদের এই তথ্য জানান।এই বছর হাওর অঞ্চলে এক বছরের জন্য কৃষিঋণ মওকুফ করেছে সরকার । তবে এনজিওগুলো দুর্যোগের মধ্যেই ক্ষুদ্র ঋণের কিস্তি উঠাচ্ছে বলে জানান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী।বৈঠক শেষে বেলা ১২টার দিকে মন্ত্রী জানান, হাওরাঞ্চলে পানি বেড়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পানি নেমে না যাওয়া পর্যন্ত সহায়তা দেওয়া হবে। আগামী জুলাই পর্যন্ত প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবার ৩০ কেজি করে চাল ও ৫০০ টাকা করে সাহায্য পাবেন।

পানি নেমে যাওয়ার পর কৃষকদের বিনামূল্যে বীজ সরবরাহ করতে কৃষি মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি আরও জানান, একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের বিদ্যুৎ বিল আদায় এক বছর স্থগিত রাখা যায় কিনা সেব্যাপারে আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। চূড়ান্ত হলে জানানো হবে।মন্ত্রী আরও জানান, আগে ৩ লাখ ৩০ হাজার মানুষকে ত্রাণ দেওয়া হতো। এখন আরও ৫০ হাজার জেলে পরিবার এর সঙ্গে যুক্ত হচ্ছে। হাওরে পানি আসার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে।

পি/আ/ন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে