আন্তর্জাতিক রিপোর্টঃ ইংরেজি নববর্ষে উত্তর কোরীয় নেতা কিম জং উনের ভাষণের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। তারা বামপন্থী শ্লোগন দেন এবং এবং কিমের নেতৃত্বের প্রতি সমর্থন জানানোর অঙ্গীকার করেন।
কিম নববর্ষের বার্তায় যুক্তরাষ্ট্রের মাটিতে পৌঁছাতে সক্ষম ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরিকল্পণার কথা জানান। নববর্ষ উপলক্ষে তিনি টেলিভিশনে ৩০ মিনিট ভাষণ দেন। এ সময় তিনি পারমাণবিক শক্তি হিসেবে দেশের উত্থানের ওপর গুরুত্বারোপ করেন।
ভাষণদানকালে কিম বলেন, তার দেশ আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির শেষ পর্যায়ে রয়েছে।
কিমের ভাষণের প্রতি সমর্থন জানাতে হাজার হাজার লোক পিয়ংইয়ংয়ের কিম ইল-সুং স্কয়ারে জড়ো হন। তারা মুষ্ঠিবদ্ধ হাত ওপরে তুলে শ্লোগান দেন। তাদের হাতে ব্যানার ছিল। তাতে লেখা ছিল-‘সমাজতন্ত্রের বিজয়ী অগ্রযাত্রার আমরা প্রশংসা করি’।
সমাবেশে দলের এক কর্মকর্তা রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ’কে জানায়, জীবন ও সংগ্রামের মোটো হিসেবে কিমের ভাষণকে মানুষের বুকে ধারণা করা উচিত।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে