ফাইল ছবি

মোঃ আব্দুল মান্নান, বিশেষ প্রতিনিধি (কিশোরগঞ্জ,নীলফামারী)॥ নীলফামারীতে চলছিল উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। প্রতিটি বুথে লাইন ধরে বেশ শান্তিপূর্ন ভাবে ভোট দিচ্ছিলেন ভোটাররা।

সরেজমিনে নীলফামারী-৪ আসনের কিশোরগঞ্জ উপজেলার বালিকা বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়, রাজীব পল্লীশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়, গদা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ছিটরাজীব সরকারী প্রাথমিক বিদ্যালয় ঘুরে এসব চিত্র চোখে পড়ে।

কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ভোট সেন্টারে ভোট দিতে আসা কামারপাড়ার আপিজা বেগম বলেন, সকালে রান্না-বান্না শেষ করে ভোট দিতে আসি। খুব ভালো ভাবে ভোট দিতে পেয়ে অনেক খুশি লাগতেছে। একই এলাকার বাচ্চাই বিবি বলেন, হামরা এইবার ভালো করি ভোট দিবার পাচি। কায়ো হামাক একটা পানও খিলায় নাই, হামরা নেজে ভোট দিবার আসছি।

রাজীব পল্লীশ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট সেন্টারে ভোট দিতে আসা রাজীব বড় বাড়ির আনিছার রহমান বলেন, এখানে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। কেউ বিশৃঙ্খলা করতে আসলে আমরা সাধারণ ভোটার তা রুখে দিব। কারণ, ৫ বছর পরে আমরা ভোট দেয়ার সুযোগ পাই। আর এই সুযোগ আমরা হাত ছাড়া করবো না। একই এলাকার দুলু মিয়া বলেন, আমাদের আমানত আমরা সঠিক জায়গায় দিবো। যাকে ভোট দিলে এলাকার উন্নয়ন হবে আমরা তাকেই ভোট দিবো।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে