আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে স্কুলবাসে সৌদি জোটের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে এতে ৪৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৬১ জন আহত হয়েছেন জন। বৃহস্পতিবার দেশটির হুতি বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা’দা প্রদেশে জায়িন এলাকায় একটি বাজারে বাসটি বোমা হামলার কবলে পড়ে।

এ ব্যাপারে ইন্টারন্যাশনাল রেডক্রস জানিয়েছে, হতাহতদের অধিকাংশই ১০ বছরের কম বয়সী শিশু। এদিকে সৌদি সংবাদ সংস্থা জানিয়েছে, সৌদি শিল্প শহর জিজানে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় গত সপ্তাহে একজনের মৃত্যুর প্রতিশোধ নিতে সৌদি জোটের এই হামলা।

সৌদি কর্তৃপক্ষের অভিযোগ, হুতি বিদ্রোহীরা শিশুদের যুদ্ধক্ষেত্রে মানব ঢাল হিসেবে ব্যববহার করে আসছে।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে