ডেস্ক স্পোর্টসঃ চলতি মৌসুমে ইউরোপসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসি। তবে যোজন যোজন পিছিয়ে পড়েছেন চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এ তালিকায় সিআর সেভেনের অবস্থান ১৬তম। বিস্ময়কর হলেও সত্য- সেরা পাঁচে নেই লিভারপুল গোলমেশিন মোহাম্মদ সালাহ।

সুইজারল্যান্ডভিত্তিক ফুটবল পরিসংখ্যান প্রতিষ্ঠান দ্য ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস স্টাডিজ (সিআইইএস) সম্প্রতি একটি জরিপ প্রকাশ করেছে। তাতে এ তথ্য জানা গেছে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে খেলা খেলোয়াড়দের পারফরম্যান্স যাচাই-বাছাই করে এ তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ তালিকা করতে লিগগুলোতে কমপক্ষে ১৮০০ মিনিট খেলা খেলোয়াড়দের প্রাধান্য দিয়েছে সিআইইএস। সঙ্গত কারণে বিবেচনাতেই আসেননি পিএসজি ফরোয়ার্ড নেইমার। তিনি ফ্রেঞ্চ লিগ ওয়ানে খেলেছেন ১৭৯৭ মিনিট।

টোটাল ১০০ মার্কসের মধ্যে ৯২.১২ পেয়ে ফার্স্ট বয় হয়েছেন মেসি। লা লিগায় ৩৪টি করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১২ গোল করিয়েছেন ছোট ম্যাজিসিয়ান। সেকেন্ড বয় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা দাভিদ সিলভা। এই স্প্যানিয়ার্ডের প্রাপ্ত মার্কস ৯১.৬৯। থার্ড প্লেস অধিকার করেছেন মেসির দেশি ভাই পাওলো দিবালা। তিনি পেয়েছেন ৯১.৩৭ মার্কস। ষষ্ঠ স্থান অধিকারী সালাহ, যার মার্কস ৯০.৪৫।

এবার লা লিগায় ১১ ম্যাচ মিস করেন রোনাল্ডো। ১৬তম স্থানে ঠাঁই করে নেয়া এই রিয়াল সুপারস্টারের প্রাপ্ত মার্কস ৮৮.৫৮।

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে