আন্তর্জাতিক রিপোর্ট: আফগানিস্তানের পূর্বাঞ্চলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে একই পরিবারের ১১ সদস্য নিহত হয়েছে।
শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে গাড়িতে করে যাওয়ার সময় তারা নির্মম হামলার শিকার হন। নিহতদের অধিকাংশ নারী ও শিশু। খবর এএফপি’র।
খবরে বলা হয়, আফগানিস্তানের লগার প্রদেশের মোহাম্মাদ আঘা জেলায় এ হামলার ঘটনা ঘটে। তবে কোন জঙ্গি গ্রুপ এখন পর্যন্ত এর দায়িত্ব স্বীকার করেনি।
লগার প্রদেশের গভর্ণর মোহাম্মদ হালিম ফিদাই বলেন, ‘বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় তাদের গাড়ি বোমা হামলায় উড়ে যায়।
নিহতদের মধ্যে পাঁচ নারী ও পাঁচ শিশু রয়েছে।
প্রাদেশিক কর্তৃপক্ষ এ হামলার ঘটনায় তালেবানকে দায়ী করেছে। তবে তাৎক্ষণিকভাবে তালেবানের পক্ষ থেকে এ ব্যাপারে কোন মন্তব্য পাওয়া যায়নি।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে