কবি আনিছুর রহমান

“শিক্ষা আলো”

জীবন ছিল যাদের শিক্ষা পথে, শিক্ষার আলোয় ছড়া
তাইতো তারা গরিয়ে দিল,শিক্ষা ভরা ধরা
মানুষ ছিল আধাঁরে ভরা শিক্ষার দিল ডাক
জ্ঞানের আলোয় ভরিয়ে দিয়ে
দেশ,জগৎ যেন,নির্বাক

অজানা অচেনাকে মানুষ জানিয়ে জ্ঞানের পরিমালা
জগৎকে সুন্দর সাজাতে তাঁরা করেনি অবহেলা
তাঁরাই শিক্ষা গুরু সত্যের সন্ধানী মানুষ গড়ার হাতিয়ার
মরনি তোমরা মরবেনা কখনো হাত ধরি ডাকি বার বার
মাথা উচু করে শীর্ষে মোরা তোমাদের আর্শীবাদ
ধ্বরনীকে সাজাই নতুন করে হবে নাতো বরবাদ।

তোমাদের গড়ানো শিক্ষার বাতি আলোকিত মোরা ধন্য
অম্লান রবে হে শিক্ষাগুরু জন তোমাদের কর্মের জন্য
দিবা রাত্রী সকল সাধনায় এর বিদ্যালয়ের প্রতিদিন পদধুলী
দেশ বিদাশে শিষ্য কত শির্ষে যারা পেয়েছিল শিক্ষাবুলি
সফল স্বার্থক তোমরা জগতের বুকে সবার উর্দ্ধে স্থান
যুগে যুগে সবাই রাখবে স্বরণে তোমরা হবে নাকো কভু ম্লান।

ধন্য তোমরা স্বার্থক তোমরা হে মোদের গুরুজন
এ ধরনীতে তোমরা শ্রেষ্ট মানব তোমাদের ছিল পণ
মাটি মানুষ আকাশ বাতাস কাঁদিছে যেন হায়
সোনার পুতুলরা হরালো কোথায় ভাবি যখন নিরালয়
গুরুজন মোদের ফিরে এসো হেথায় জগৎকে দাও পূর্ণবাতি
হে দয়াময় দাও পাটিয়ে তাদের আমারা হব শিক্ষা সাথী
এ জনমে যত বাতি জ্বালিয়ে জগৎকে করেছো উজ্জ্বল
শান্তি সুধা আর জ্ঞান দিয়ে জগৎ চিরদিনে ঝলমল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে