কবি আনিছুর রহমান

আরাধনা

স্মরণ সভায় তুলি দুই হাত
করি ফরিয়াদ তোমার দরবারে
হে দয়াময়, করি মোনাজাত
শিক্ষা গুরুজনদের দাও ক্ষমা করে চিরতরে
শিক্ষা ছড়ায়ে এ ভূবনে যারা আলো করিল দান
দোয়া করি আজ শিষ্য যত
তাদের স্বর্গ করদান হে চির মহান।

শিক্ষা আলো ছড়ায়ে মোদের তোমরা শিক্ষা কান্ডারী
দেশ বিদেশে কল্যাণে ভরে মোরা তারকা সারি সারি
আকাশ বাতাশ বেদনার ব্যাথার পাহাড়
মোদের হৃদয় ছিন্ন ভিন্ন হা-হা-কার।

শিক্ষা গুরুদের রাখি চির অম্লান হৃদয় অন্তরে
আরাধনা আজ ওগো বিধাতা,স্বর্গ করদান উজার করে
এ ধরায় গুরুজনদের দেখা পাইতাম যদি একবার
শিতল বুকে বুক জড়ায়ে পেতাম শান্তি বার বার
তোমাদের হাতে গড়া ফুটান্ত কত ফুল
স্মরণে তোমাদের দেখ গো মোরা কতই না মশগুল।

মোনাজাতে মোদের আখিঁ টলমল অশ্রুতে বুক ভেজে
তাইতো কাঁদে নদী বুল্লাই আষাঢ়ে সকাল সন্ধা সাজে
এজগতে গুরুজনদের মোদের দিয়েছো সম্মান
ক্ষমা কর মার্জনা কর তাদের বেহেস্থ কর দান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে