একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সাথে নিয়ে নওগাঁর আত্রাইয়ে শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার(27 অক্টোবর) সকাল দশটায় উপজেলা চত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা অডিটরিয়াম হল রুমের সন্মুখে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্রী প্রদীপ কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোল্লা আজাদ সরকারী ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ মাহবুব আলম দুলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুদরানা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী অমেন্দ্র নাথ রনি,আত্রাই পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজিমুদ্দিন প্রাং, বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বুলবুল আহম্মেদ, গুড়নই দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মৌওলানা জারজিজার রহমান,খোন্জর জয়সারা উচচ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পারভীন প্রমূখ। আকতার, বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধিভূষন সরকার প্রমূখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে