ডেস্ক রিপোর্টঃ সারা দেশে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে।
আজ সকাল ১০টায় শুরু হওয়া তিন ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষার প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চলতি বছর ২৮ হাজার ৬২৮ফটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে আয়োজিত এ পরীক্ষায় অংশ নিচ্ছে। এবার মোট পরীক্ষার্থী ২৪ লাখ ৬৮ হাজার ৮২০ জন। এরমধ্যে ছাত্রের সংখ্যা ১১ লাখ ৪৪ হাজার ৭৭৮ জন এবং ছাত্রীর সংখ্যা ১৩ লাখ ২৪ হাজার ৪২ জন। এবার ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৪ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো: মহিউদ্দিন খান আজ রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি বলেন, সারাদেশে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রশ্নপত্র ফাঁস এড়াতে পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের শ্রেণীকক্ষে উপস্থিত হওয়া বাধ্যতামূলক করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নপত্র ফাঁস হবে না বলেও উল্লেখ করেন তিনি।

B/S/S/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে