iPhone-7-design-c-1

বিডি নীয়ালা নিউজ(১০ই আগস্ট ২০১৬ইং)- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ  সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে আইফোন ৭ উন্মুক্ত করতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে অ্যাপল তার পরবর্তী ভার্সন আইফোন ৭-এ হেডফোন জ্যাক রাখছে না। এর পরিবর্তে থাকছে একটি স্পিকার। যোগ হচ্ছে ক্যামেরা। অর্থাৎ আইফোন ৭-এ থাকছে ডুয়েল ক্যামেরা। যার মাধ্যমে ছবি হবে আরও প্রাণবন্ত ও বিস্তারিত। এছাড়া এর হোম বাটনে নত‍ুনভাবে যুক্ত করা হবে ‘ফোর্স টাচ টেকনোলজি’।    এদিকে সম্প্রতি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন ওয়েসবসাইট জানায়, রং বদলে আসছে আইফোন ৭। স্পেস গ্রে’র পরিবর্তে নতুন ‘ডার্ক ব্লু’ রংয়ে আসবে আইফোন ৭। পরবর্তী ভার্সনে আরও বেশ কিছু নতুন ফিচার যুক্ত হলেও অপরিবর্তিত থাকছে পর্দার আকার।

 

bd-protidin

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে