Naru.

বিডি নীয়ালা নিউজ(৮ই  জুন ২০১৬ইং)-বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিবেদন: সারা বিশ্বে প্রায় ১৪০ কোটি ডিভাইস চলে গুগলের অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডে। প্রতিদিনই এর ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। কেবল বাংলাদেশেই প্রতি মিনিটে পাঁচটি অ্যান্ড্রয়েড ফোন বিক্রি হয়। অ্যান্ড্রয়েডের প্রতিটি সংস্করণের নামকরণ হয় কোনো না কোনো মিষ্টি খাদ্যদ্রব্যের নামে। যেমন— আইসক্রিম স্যান্ডউইচ, কিটক্যাট, জেলিবিন। এবার এ অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণের নাম ‘নাড়ু’ রাখতে প্রচারণা শুরু করেছে গুগল ডেভেলপার গ্রুপ ঢাকা (জিডিজি ঢাকা)।

সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নাড়ুর জন্য ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেছে জিডিজি ঢাকা। সামাজিক যোগাযোগের মাধ্যম, ই-মেইল মারফত এবং এসএমএস করে ভোট চাওয়া হচ্ছে নাড়ুর জন্য। এছাড়া জিডিজির ক্যাম্পাস অ্যাম্বাসাডররা নিজ নিজ ক্যাম্পাসে প্রচারণা চালাবে। গুগল ডেভেলপার গ্রুপের ব্যবস্থাপক রাখশান্দা রুখাম বলেন, ‘এটা হবে বাংলাদেশের জন্য এক বিশাল পাওয়া। ১৪০ কোটি লোকের কাছে পৌঁছে যাবে নাড়ুর নাম। চূড়ান্ত হওয়ার প্রক্রিয়া কঠিন হলেও আমরা আশাবাদী।’

জিডিজির ব্যবস্থাপক অমিত কুমার বলেন, ‘আমরা অনেক আশাবাদী। অ্যান্ড্রয়েড এখন শুধু ফোনেই নয়; বরং ঘড়ি, টিভিসহ নানা ডিভাইসে ব্যবহার হয়। এই প্রচারণা সফল হলে তা গুরুত্বপূর্ণ একটি অর্জন হতে পারে।’  কোনো লগইন বা রেজিস্ট্রেশন ছাড়াই ভোট দেয়া যাবে। এর জন্য Naru bangladeshi naru ঠিকানায় গিয়ে খালি বক্সে ইংরেজিতে নাড়ু (Naru) লিখে ভোট দিতে হবে। এজন্য লগইনের দরকার নেই। ভোটদানের শেষ সময় ৯ জুলাই, দুপুর ১২টা ৫৯ মিনিট। এ সম্পর্কে বিস্তারিত জানা যাবে -এই    এই ঠিকানায়

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে