সিরাজগঞ্জ প্রতিনিধি : উল্লাপাড়ার সড়াতৈল গ্রামে অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করলেন “এক মুঠো হাসি” সংগঠন। বড়হর ইউনিয়নের সড়াতৈল গ্রামের তরুণ উদ্যোক্তা পলাশ সরকার ২০২০ সালে মাত্র ৪ জন গরিবের হাতে ঈদ উপহার তুলে দিয়ে সংগঠনটির আত্ম প্রকাশ করেন। কয়েক বছরের ব্যবধানে প্রায় দেড় শতাধীক ছিন্নমুল,সুবিধাবঞ্চিত,গরিব পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দিতে পেরে তিনি আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করেন।

এলাকার হতদরিদ্ররা চিনি,সেমাই,লাচ্ছা,ডাল,তেল,সাবান,লবণ,শ্যাম্প,হুইলের গুড়া ইত্যাদি পেয়ে খুবই খুশি। রবিবার (৭ এপ্রিল) সড়াতৈল খালেক সরকারের বাড়িতে রোজাদার নারী-পুরুষদের হাতে এ সব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।তরুণ উদ্যোক্তা পলাশ সরকার বলেন,সমাজের বিত্তবানদের উপর গরিবদের হক রয়েছে। গরিবদের জন্য বিত্তবানদের সাহায্যের হাত বাড়ানো উচিত। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে,সমাজের গরিবদের মুখে হাসি ফুটাতেই মুলত এ সংগঠন শুরু করেছি। আগামীতে মাবন কল্যাণে আরও প্রসার ঘটাবো ইনশাআল্লাহ। লালভানু,রহিমা,ছকিনা,মেনেকা,তাহমিনা,আসমত,মেলা প্রামানিকসহ অনেকেই ঈদ সামগ্রী হাতে পেয়ে উদ্যোক্তা পলাশ সরকারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে