ঢাকার একটি এলাকা থেকে প্রায় অর্ধশত কোটি টাকা মূল্যমানের সাপের বিষ উদ্ধার করেছে পুলিশ

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশের ঢাকার একটি এলাকা থেকে প্রায় অর্ধশত কোটি টাকা মূল্যমানের সাপের বিষ উদ্ধার করেছে পুলিশ।

ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে ১২ পাউন্ড ওজনের এই বিষের বাজারমূল্য ৪৫ কোটি টাকা বলে পুলিশের একটি বার্তায় জানানো হয়েছে।

এ সময় মোঃ সোলায়মান আজাদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে এ বিষয়ে বিস্তারিত জানাবে ঢাকার পুলিশ।

ওষুধ ও গবেষণার সাপের বিষ ব্যবহৃত হয়ে থাকে।

অভিযোগ রয়েছে যে, অনেক সময় বেআইনিভাবে বিরল প্রজাতির সাপ ধরে বিষ সংগ্রহ করে হত্যা করা হয়। এসব বিষ কালোবাজারে বিক্রি করা হয়।

অনেক সময় শুল্ক ফাঁকি দিতে বিদেশ থেকে আমদানি করা সাপের বিষ অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে