রাশিয়ার ওষুধ কোম্পানি আর-ফার্ম বৃটিশ-সুইডিস আসট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিন উৎপাদনে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে।
রাশিয়ান কোম্পানির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আলেক্সি রিপিক রোসসিভা ২৪ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, কোম্পানি ৩০ থেকে ৫০ টি দেশে এই ভ্যাকসিন সরবরাহের পরিকল্পনা করেছে।
রিপিক বলেন,“আসট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে আমরা ভ্যাকসিন উৎপাদন ও সরবরাহের এই সিদ্ধান্ত নিয়েছি। আর- ফার্মার কারিগরি সক্ষমতা কাজে লাগিয়ে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। সর্বোপরি আর-ফার্মা ভ্যাকসিন সরকরাহে একটি কেন্দ্র হিসেবে কাজ করবে। মধ্যপ্রাচ্য ,দক্ষিণ পূর্ব এশিয়া, সিআইএস (কমনওয়েলথ ইন্ডিপেনডেন্ট স্টেট, মধ্য এশিয়ার ১২টি দেশ) এবং রাশিয়াসহ ৩০ থেকে ৫০ টি দেশে ভ্যাকসিন সরবরাহ করা হবে।”
ওষুধ কোম্পানি উল্লেখ করে যে, ভ্যাকসিনটি করোনভাইরাসের বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে এ
নিয়ে বর্তমানে গবেষণা চলছে, আশা করা হচ্ছে এটি নিরাপদ এবং ভাইরাস প্রতিরোধে মানুষের রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে