1431844211

বিডি নীয়ালা নিউজ(২৮জানুয়ারি১৬)-ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশের পুলিশ বলছে, গত বছর বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছনার ঘটনায় তারা একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে।

ঐ ঘটনার নয় মাস পর এই প্রথমবারের মতো কাউকে আটক করা হলো।

গত ১৩ই ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে জানান যে নারীদের যৌন হয়রানির অভিযোগের তদন্তে পুলিশ কাউকে শনাক্ত করতে পারেনি।

পুলিশ কর্মকর্তারা এখন দাবি করছেন আটক মো. কামাল তাদের কাছে ঐ ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।

তারা বলছেন, গোয়েন্দারা ঐ ঘটনায় যে আটজনকে শনাক্ত করতে পেরেছিল গ্রেপ্তারকৃত ব্যক্তি তাদের মধ্যে একজন।

গত বছর ১৪ই এপ্রিল পহেলা বৈশাখ উৎযাপনের সন্ধ্যায় টিএসসির পাশে সোহ্‌রাওয়ার্দী উদ্যানের গেটে ভিড়ের মধ্যে একদল যুবক নারীদের লাঞ্ছিত করে।

এই ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।

পুলিশের আইজি একেএম শহীদুল হক গত ১৭ই মে ক্লোজ সার্কিট টিভির ছবি দেখে আটজন কথিত নিপীড়ককে চিহ্নিত করার কথা জানান।

তাদের ধরিয়ে দিতে তিনি এক লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেন।

পুরস্কারের অর্থের বিনিময়ে কেউ পুলিশকে তথ্য দিয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে