সাম্প্রতিক সংবাদ

সিরিয় শরণার্থী তাড়াতে গুলি ছুড়ছে তুরস্ক

sirio

বিডি নীয়ালা নিউজ(১৬ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  তুরস্কের সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে শরনার্থী তাড়াতে গুলি চালানোর অভিযোগ উঠেছে।

সিরিয়ার আইএস ও বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হলে নতুন শরণার্থীরা তুরস্কে ঢুকতে গেলে তারা গুলি চালায়।

হিউম্যান রাইটস ওয়াচ তুরস্ককে সিরীয় শরণার্থীদের ওপর গুলি বন্ধ করার আহ্বান জানিয়েছে।

এক খবরে বলা হয়, বিদ্রোহী ও আইএসের মধ্যে নতুন এ সংঘর্ষে ৪৮ ঘন্টায় ৩০ হাজার মানুষকে ঘর ছাড়তে হয়েছে।

মানবাধিকার সংস্থার শরণার্থী গবেষক গ্যারি সিম্পসন জানান, আইএস সংঘাতে নতুন এই শরণার্থীরা যখন তুরস্কে পাড়ি জমাতে চাইছে, তুরস্ক সমবেদনার পরিবর্তে তখন গুলি ব্যবহার করছে।

ইকদাহ ক্যাম্পের একজন বাসিন্দা হিউম্যান রাইটস ওয়াচকে বলেন, ”আমরা প্রায় ২ হাজার মানুষ একসঙ্গে ছিলাম। তুরস্ক সীমান্তে যাওয়ার পর অপর পাশ থেকে আমাদের ওপর গুলি চালাতে থাকে ‍তুরস্ক সীমান্তরক্ষী বাহিনী। তারা আমাদের পা লক্ষ্য করে গুলি ছুড়তে থাকলে আমরা পেছনে চলে যাই। আমি আমার পরিবারকে সঙ্গে নিয়ে আল-রিয়ান নামে অন্য একটি ক্যাম্পে যাই। এখন ভয়ে আছি। কারণ আইএস এই ক্যাম্পের খুব কাছাকাছি অবস্থান করছে। কিন্তু কোথায় যাব?”

#দ্য ইন্ডিপেনডেন্ট

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com