2016-01-29 10.48.07

বিডি নীয়ালা নিউজ(২৯জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর জলঢাকায় সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।জেলা তথ্য অফিসের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় বৃহস্পতিবার উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ সভায় সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রেখে জলঢাকায় শিক্ষা, স্বাস্থ্য, বাল্য বিয়ে রোধ ও শতভাগ সেনিটেশন ব্যবস্থাসহ ভিক্ষুক মুক্ত একটি আদর্শ ডিজিটাল উপজেলা গড়ার পরিকল্পনার কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আলী, বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান রিভা আক্তার, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক থানা তদন্ত কর্মকর্তা মফিজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উদ-জামান সরকার,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহাজাহান, সমাজ সেবা কর্মকর্তা মনিমুন আক্তার ও ১১টি ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন কর্মকর্তা সরকারী কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে