kk13-685x320

বিডি নীয়ালা নিউজ(২৯জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি):  নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী পরিবেশ ও বীজমেলা। জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকালুগঞ্জ বাজার মাঠে  অনুষ্ঠিত এ মেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে শেষ হয়।

উন্নয়ন সংস্থা ইউএসএসের আয়োজনে  বুধবার (২৭জানুয়ারি) সকালে শুরু হওয়া এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কেরামত আলী। এ সময় বক্তব্য দেন ইউএসএসের নির্বাহী পরিচালক আলাউদ্দীন আলী, মুক্তিযোদ্ধা অমূল্য রতন রায়, লক্ষ্মীচাপ ইউপি সদস্য বিরেন্দ্র নাথ রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।

সংস্থাটির প্রকল্প কর্মকর্তা হামিদুল ইসলাম জানান, পরিবেশ রক্ষায় কৃষকদের প্রাকৃতিক কৃষিকাজে আগ্রহ সৃষ্টিতে মেলায় জৈব কৃষি প্রযুক্তি, দেশীয় শাক-সবজি বীজ সংরক্ষণ, কেঁচো কম্পোস্ট, গোবর সার সংরক্ষণ, জার্মপ্লাজম কনজারভেশন, লিকুইড ম্যানুউর, বায়োপেস্টিসাইড, জৈব শাক-সবজির মার্কেট কর্নার, পিভিএস, জেন্ডার সমতা, মডেলবাড়ি প্রদর্শন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে