সাইফুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর ইউএনও- কে বিদায় সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয় কনফারেন্স রুমে কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হাসান এর পঞ্চগড় জেলায় বদলী হওয়ায় কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে সম্মাননা স্বারক প্রদান করেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম।
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান, ডিআইও-১ মো. আব্দুর রাজ্জাক, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান, ওসি ডিবি মো. আইযুব আলী, টিআই প্রশাসন বানিউল আনাম, পুলিশ লাইন্সের আরআই মো. জহুরুল ইসলাম সহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।