images

বিডি নীয়ালা নিউজ(২৪জানুয়ারি১৬)- ইসলামিক প্রতিবেদনঃ  আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত রাসূল (সা) বলেছেন, তোমরা সত্যবাদিতাকে মজবুতভাবে ধারন কর। কারন সত্যবাদিতা সৎকাজের দিকে ধাবিত করে। আর সৎকাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। মানুষ বরাবর সত্য কথা বলতে থাকলে ও সত্য কথা বলার অনুশীলন চালাতে থাকলে পরিনতিতে সে আল্লাহর দরবারে মহা সত্যবাদী বলে গণ্য করা হয়।
তোমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাক। কেননা মিথ্যাবাদিতা পাপাচারের দিকে নিয়ে যায়। আর পাপাচার জাহান্নামে দিকে নিয়ে যায়। মানুষ বরাবর মিথ্যা বলতে থাকলে আর মিথ্যা বথা বলার তৎপরতা চালাতে থাকলে পরিনতিতে সে আল্লাহর দরবারে মহা মিথ্যুক বলে লিপিবদ্ধ হয়ে থাকে।

সহীহ বুখারী- তা: প্র: ৬০৯৪, আ: প্র: ৫৬৫৬,সহীহ মুসলিম- ই: সে: ৬৪৫২

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে