krishi_mela

বিডি নীয়ালা নিউজ(২৯ই মার্চ১৬)-কৃষি ও প্রযুক্তি প্রতিবেদনঃ বাগেরহাটের মোরেলগঞ্জে শুরু হয়েছে ৪ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা।

আজ মঙ্গলবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু।

মেলা উপলক্ষে সকালে একটি কৃষক র‌্যালি শেষে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মো. আফতাব উদ্দিন ও মহিলা ভাইচ চেয়ারম্যান আজমীন নাহার।

সভায় ‘প্রযুক্তি দিয়ে করবো কৃষি, সুখে থাকবো দিবা নিশি’ এই প্রতিপাদ্য বিষয়ের ওপর বিশেষ আলোচনায় অংশ গ্রহন করেন উপজেলা কৃষি কর্মকর্তা অনুপম রায়, প্রানী সম্পদ কর্মকর্তা পিযুষ কান্তি ঘোষ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, কৃষক মোস্তাফিজুর রহমান প্রমূখ। মেলায় স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফল, কৃষি কাজে ব্যবহৃত পদ্ধতি ও প্রযুক্তির প্রদর্শনী স্টল করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে