sahaneoyaj

বিডি নীয়ালা নিউজ(২৯ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ ‘চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা হলে পুলিশ কখন বুলেট চালাবে তা সময় ও পরিস্থিতি বলে দিবে’ বলেছেন  নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। শাহনেওয়াজ আরও বলেন,  আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারো সামনে অপরাধ হবে এবং তারা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকবে তা হবে না। সুষ্ঠু নির্বাচন করার লক্ষে ইসি যেকোনো পদক্ষেপ গ্রহণ করবে। তাছাড়া নির্বাচনের সময় কেউ নির্বাচনী কর্মকর্তাদের সামনে বসে সিল মারবে আর তারাও কিছু বলবে না তা সহ্য করা হবে না। নির্বাচনে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে জানিয়ে তিনি বলেন,  কোনো অনিয়ম এবং সহিংসতা হলে পরিস্থিতি সামাল দিতে তাদের সব ধরনের নির্দেশ দেওয়া আছে। প্রয়োজন মতো তারা পদক্ষেপ নেবে। তাছাড়া সেখানে ম্যাজিস্ট্রেট ও প্রিজাইডিং কর্মকর্তাও থাকবেন। তাদেরকেও অনেক ক্ষমতা দেওয়া হয়েছে সিদ্ধান্ত নেওয়ার।

প্রসঙ্গত, দ্বিতীয় ধাপের ৬৭২ ইউনিয়ন পরিষদে আগামী ৩১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে