স্টাফ রিপোর্টারঃ শুক্রবার, বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর কার্যালয়ে দু’বাংলার এ বছর বিভিন্ন শাখায় নির্বাচিত কবি/কথাসাহিত্যিক /শিশুসাহিত্যিক/সাংবাদিক/সম্পাদক /চলচ্চিত্র সহ গুণীজনদের “বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কার-২০১৯’ ঘোষণা করা হয়।

সভাপতিত্ব করেন কাব্যচাষী কবি পবিত্র মহন্ত জীবন।  উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নদীয়া কিশোর ভাওয়াইয়া একাডেমী মহাপরিচালক ও বিশিষ্ট শিল্পী নদীয়া কিশোর রায়, সাংগঠনিক সম্পাদক নরেশ চন্দ্র রায়, কৌমারী কৃষি উন্নয়ন কর্মকর্তা, বাবু তিতাস চন্দ্র গোস্মামী, ভবেশ চন্দ্র সরকার (শিক্ষক) আরও অনেকে উপস্থিত ছিলেন।

“বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য পুরস্কার” কবি প্রিন্স আশরাফ, নাহিদা ইয়াসমিন, কবি আদিল ফকির,  এস এম সাথী বেগম, রুমকি আনোয়ার।

“কাব্যচন্দ্রিকা শিশুসাহিত্য পুরস্কার”কবি হাই হাফিজ, শশধর চন্দ্র রায়, আনোয়ারুল হক নূরী, এস এম সাদেকুল ইসলাম।”কাব্যচন্দ্রিকা একাডেমী পুরস্কার” কবি বাদল রহমান , কবি আবুল কাশেম, রোপ আক্তার আহমেদ,কবি সোমের কৌমুদী, আবুহেনা রাব্বী, মাহফুজার রহমান মণ্ডল।

আগামী ফ্রেরুয়ারি ২০১৯ বাংলাদেশ কাব্যচন্দ্রিকা সাহিত্য একাডেমী এর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীতদের পুরস্কার প্রদান করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে