ডিমলা (নীলফামারী) থেকেঃ ২৭ জানুয়ারি রবিবার বিকেলে নীলফামারীর ডিমলায় সদর ইউনিয়ন পরিষদ হল রুমে বে-সরকারী সংস্থা আরডিআরএস-বাংলাদেশের সহযোগীতায় ও এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্পের বাস্তবায়নে এবং ইউনিসেফ’র অর্থায়নে সমাজভিক্তিক শিশু সুরক্ষা ও তাদের প্রতি দায়িত্ব কর্তব্য পালনে সমাজের অগ্রগামি মানুষদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় শিশু সুরক্ষা কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় ইউনিয়ন সমন্বয়কারী মোছাঃ ববিতা আক্তারের সঞ্চালনায় এবং উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী নুরিদা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইউপি সদস্য সামছুল হক, স্বাস্থ্য বিভাগের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মহাদেব কুমার রায়, ইতি রানী সেন, অঞ্জলী রানী রায়, সুমনা আক্তার, মোফিজুল ইসলাম, নারী নেত্রী মোছাঃ জাহানারা বেগম, পরিবার কলাণ সহকারী সুপ্রিয়া রানী রায়, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলু মিয়া, উন্নয়ন কর্মী অজিবর রহমান লেবু, সাংবাদিক জাহাঙ্গীর রেজা প্রমূখ। উল্লেখ্য, উক্ত সভায় এলাকায় ঝড়েপড়া, ড্রপ আউট, অসহায়, এতিম, ছিন্নমূল, শ্রমজীবি শিশু ও পথ শিশুদের সুরক্ষায় এবং তাদের পড়াশুনা চালিয়ে যাওয়ার ব্যাপারে ব্যাপক আলোচনান্তে উক্ত কমিটির কার্যকর সদস্যরা ভূমিকা রাখার অঙ্গিকার ব্যক্ত করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে