সাম্প্রতিক সংবাদ

পুলিশের শাস্তি দৃশ্যমান করার সুপারিশ

police1-300x167

বিডি নীয়ালা নিউজ(৪ইফেব্রুয়ারী১৬)- ঢাকা প্রতিনিধিঃ যে সব পুলিশ কর্মকর্তা বিভিন্ন অপরাধ ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তাদের শাস্তি নিশ্চিত এবং দৃশ্যমান করার আহ্বান জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটি মনে করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশ ভাল কাজ করছে। তবে দু’চারজন পুলিশ সদস্য নানা রকম অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। আইন অনুযায়ী তাদের কঠোর শাস্তি নিশ্চিত করা এবং শাস্তি দৃশ্যমান করা হলে এ অপরাধ প্রবণতা কমে যাবে। একইসঙ্গে পুলিশের দক্ষতা বৃদ্ধিতে কাউন্সিলিং করারও সুপারিশ করে স্থায়ী কমিটি।

বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

কমিটি সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘পুলিশ বাহিনী অনেক ভাল কাজ করছে, তবে দু’চারজন সদস্য অপরাধে জড়িয়ে পড়ছে। যার ফলে সমগ্র পুলিশ বাহিনী প্রশ্নবিদ্ধ হচ্ছে। বৈঠকে তাদের শাস্তি নিশ্চিত
ও দৃশ্যমান করার সুপারিশ করা হয়েছে।’

তিনি বলেন, ‘পুলিশ বাহিনীর ইমেজ নষ্ট করার একটা প্রচেষ্টা চলছে, এজন্য পুলিশ বাহিনীকে আরো বেশি সর্তক হওয়ার তাগিদ দেয়া হয়েছে।’

কমিটির অপর সদস্য ফখরুল ইমাম বলেন, ‘তল্লাশির ক্ষেত্রে সাধারণ মানুষকে যেন হয়রানি করা না হয় সেদিকে লক্ষ্য রেখে আরো ভালোভাবে তল্লাশি চালানোর জন্য পুলিশ বাহিনীকে পরামর্শ দেয়া হয়েছে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী, সিটি করপোরেশনের এক কর্মকর্তা এবং অতি সম্প্রতি এক ছাত্রী হয়রানির বিষয়টি সামনে এনে কমিটিতে আলোচনা হয়। বৈঠকে বলা হয়, এ ধরনের ঘটনা পুলিশ বাহিনীর ইমেজকে প্রশ্নবিদ্ধ করছে। এই দুই-একজনের দায় পুরো পুলিশ বাহিনী নিতে পারে না বলে কমিটিকে জানিয়েছে সংশ্লিষ্টরা।’

এছাড়াও  বৈঠকে পুলিশের আইজিপি, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com