160204031921_somalia_plane_hole_624x351_ap_nocredit

বিডি নীয়ালা নিউজ(৪ই ফেব্রুয়ারী১৬)-আনর্জাতিক প্রতিবেদনঃ  সোমালিয়ার মোগাদিসু বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি বিমানে বড় ধরনের গর্ত তৈরি হয়।

বিমানটি যখন দশ হাজার ফুট উচ্চতায় ছিল তখন বিমানের একপাশে এই গর্ত তৈরি হয়। বিভিন্ন খবরে জানা যাচ্ছে, সেই গর্ত দিয়ে একজন বিমানযাত্রী নিচে পড়ে যায়।

ফ্লাইটটি মোগাদিসু থেকে জিবুতি যাওয়ার পথে এই ঘটনা ঘটে। কিন্তু গর্ত হওয়ার পর বিমানটি জরুরি অবতরণ করে। বিমানটিতে এসময় ৬০ জন যাত্রী ছিল।

বিমানে আকস্মিকভাবে এই গর্ত তৈরির কারণ এখনও পরিষ্কার নয়।

কেউ কেউ ধারণা করছেন বোমা বিস্ফোরণের কারণে এটি হয়ে থাকতে পারে। তবে অপর একটি সূত্র বলছে, উড্ডয়নের পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

বিমানের ক্যাপ্টেন বলছেন, এটি যদি আরো বেশি উচ্চতায় থাকতো তাহলে পরিস্থিতি অনেক খারাপ হতো।

মোগাদিসু শহর থেকে ত্রিশ কিলোমিটার দূরে একটি এলাকায় স্থানীয় বাসিন্দারা একজনের মৃতদেহ উদ্ধার করেছে। তাদের ধারণা, মৃতদেহটি বিমানের গর্ত দিয়ে পড়ে যাওয়া সেই ব্যক্তি।

তবে সোমালিয়ার সিভিল এভিয়েশন অথরিটি বলছে, নিহত এই ব্যক্তি বিমানের যাত্রী ছিলেন কিনা সেটি এখনো নিশ্চিত নয়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছেন, বিমানে ৬০জন যাত্রীর মধ্যে দুজন আহত হয়েছে। কিন্তু কেউ নিখোঁজ হয়নি।

সোমালিয়ার বিভিন্ন অঞ্চলে জঙ্গি গোষ্ঠি আল-শাবাবের শক্ত নিয়ন্ত্রণ রয়েছে। তবে বিমানে গর্ত তৈরির পেছনে জঙ্গি সংগঠনের কোন সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি।

 

সূত্রঃ বিবিসি বাংলা ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে