তারিখ : ২৯ শে জানুয়ারি ২০১৬ শুক্রবার।
আকাশ : দেশের আকাশ আংশিক মেঘলা ও মেঘলা থাকতেপারে। তবে আবহাওয়া প্রধানত ভালো থাকবে ইন্সাআল্লাহ।
তাপমাত্রা : রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।
বৃষ্টি : দেশের দু এক স্থানে বিচ্ছিন্নভভাবে সামান্য বৃষ্টি হতেপারে।
কোয়াশা : সন্ধ্যা রাত হতে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় ঘন কোয়াশা পড়তেপারে (বিশেষকরে নদী অববাহিকায়) তাই রাতে জলযান সতর্কতা নিয়ে চালাবেন।
উজ্জ্বল সূর্যের কিরণ : ১ থেকে ২ ঘন্টা পাওয়া যাবে।
কোয়াশা প্রবাহ : দেশের কিছু কিছু এলাকায় বয়ে যেতেপারে বিশেষ করে উত্তর অঞ্চলে।
শৈতপ্রবাহ : দেশের অনেক এলাকার উপরদিয়ে মাঝারি শৈতপ্রবাহ বয়েযাচ্ছে এবং তা দুর্বল হতেযাচ্ছে।
ধোয়াশা প্রবাহ : চালু আছে দেশের সকল এলাকায়।
কোয়াশা পাত : দেশের কিছু কিছু এলাকায় কোয়াশা পাত হতেপারে।
নিন্মচাপ : নেই সাগরে কোন লঘুচাপ বা নিন্মচাপ হবার সম্বাবনাও নেই আপাতত বেশকিছুদিন।
সমুদ্র বন্দর : নিরাপদ আছে
সূর্যোদয় : সকাল ০৬:৪১ মিনিটে ( ঢাকায়)
সূর্যাস্ত : সন্ধ্যা ০৫:৪২ মিনিটে (ঢাকায়)
দিনের দৈর্ঘ্য :১১ ঘন্টা ১ মিনিট (ঢাকায়)
সূর্যের সর্বোচ্চ অবস্থান ৪০:৮৪° দক্ষিণে।
সূত্রঃ আবহাওয়া অফিস ।