সাম্প্রতিক সংবাদ

ডোমারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু আহত ২

কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের সহ:সভাপতি রুমন ইসলাম( ২২)নামে এক যুবক নিহত হয়েছে।

গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার ধরনীগঞ্জ বাশের পুল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুমন ইসলাম পশ্চিম চিকনমাটি আরডিআরএস মোড় এলাকার কাঁচামাল ব্যবসায়ী বুলেটের ছেলে ও ডোমার সদর ইউনিয়ন ছাত্রলীগের সহ:সভাপতি।

আহতরা হলেন, পশ্চিম চিকনমাটি খতপাড়া এলাকার আব্দুল খালেক এর ছেলে মোঃ জনি (২৬) এবং ডাঙ্গাপাড়া এলাকার আনোয়ার হোসনের ছেলে রতন ইসলাম(২১)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, নীলফামারী থেকে তিন জন যুবক একই মোটরসাইকেলে ডোমারে যাচ্ছিল। বিপরীতদিক থেকে ধান মাড়াই মেশিনের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে রুমন গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। অপরদিকে আহত দুজন যুবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com