সাম্প্রতিক সংবাদ

চন্দনাইশে বই মেলার পরিদর্শনে  সংসদ নজরুল : বই মানুষের জ্ঞানের পরিধি বাড়াই

Chandanaish Pic 28-02-2016...

বিডি নীয়ালা নিউজ(২৮ই ফেব্রুয়ারী ১৬)-নজরুল ইসলাম (চট্টগ্রাম প্রতিনিধি):  ওমর সুলতান ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম বলেছেন, মানব জীবনে ভাল বইয়ের বিকল্প নেই। প্রতিভা বিকাশের জন্য বই পাঠকে বেশী গুরুত্ব দিতে হবে। ইতিহাস ও জ্ঞানের ভান্ডার হচ্ছে বই। একটি গ্রস্থগার এলাকার বা দেশের নয় এটা পৃথিবীর সম্পদ। বই মানুষের প্রতিভা বিকাশিত করে মানুষের মাঝে জ্ঞানের পরিধি বাড়াই। একটি বই ঘুমান্ত বিবেককে জাগিয়ে তোলে।

মহান ২১ ফেব্র“য়ারি উপলক্ষে চন্দনাইশ ছাত্র সমিতি- চট্টগ্রামের উদ্যোগে ও ওমর সুলতান ফাউন্ডেশনের সহযোগিতায় ৮দিন ব্যাপী ৫২’র ভাষা আন্দোলনের অন্যতম পুরোধা প্রিন্সিপাল আবুল কাশেম বই মেলা উপজেলা সদর শাহ আমিন পার্কে শেষ দিন গত ২৭ ফেব্র“য়ারী বই মেলা পরিদর্শন কালে তিনি উপরোক্ত কথাগুলি বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চসিকের প্রধান গণ সংযোগ কর্মকর্তা আবদুর রহিম, চন্দনাইশ চাঁন মিয়া ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম, পটিয়া হাজী রাশেদা ফাউন্ডেশনের চেয়ারম্যান শহীদুল আলী মনজু,নোমান উল্লাহ বাহার, বই মেলা উদযাপন কমিটির মহাসচিব মো. নুরুল হক চৌধুরী, শিক্ষক বিজয় কৃষ্ণ ধর, হামিদুর রহমান চৌধুরী, সাংবাদিক এসএম রাশেদ প্রমুখ।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
shared on wplocker.com