jute

বিডি নীয়ালা নিউজ( ২৮ই ফেব্রুয়ারী ১৬)-অর্থ ও বাণিজ্য প্রতিবেদন: পাটপণ্যের ব্যবহার বৃ‌দ্ধিতে উৎসাহ প্রদান এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সফল বাস্তবায়‌নে আগামী ৬ থে‌কে ৮ মার্চ রাজধানী‌তে অনুষ্ঠিত হবে পাটজাত প‌ণ্যের মেলা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) স‌চিবাল‌য়ে সংবাদ স‌ম্মেলনে একথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চ তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী।

পাট আইন বাস্তবায়নে সহায়তার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে ১১ ক্যাটাগ‌রি‌তে ৩৮ জন‌কে সম্মাননা স্মারক প্রদান কর‌বেন প্রধানমন্ত্রী।

‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’ অনুযায়ী ছয়টি পণ্য (ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি) মোড়কীকরণে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, আইনটি বাস্তবায়নের জন্য গত বছরের ৩০ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করে ৯৯৭টি ভ্রাম্যমাণ আদালত দুই হাজার ১০৩টি মামলা দায়ের এবং ৮৬ লাখ ৫৬ হাজার টাকার জরিমানা ও দুইজনকে কারাদণ্ড প্রদান করেছেন।

আইনটি বাস্তবায়নে সহায়তার জন্য সরকারি সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে স্মারক সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে