বিডি নীয়ালা নিউজ(২ রা ফেব্রুয়ারী১৬)- অনলাইন ডেস্কঃ সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই এক মঞ্চে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। কয়েকটি সরকারি প্রকল্প উদ্বোধন করতে ফেব্রুয়ারির ১৫ থেকে ২২ তারিখের মধ্যে রাজ্যে আসার কথা মোদির। ইন্ডিয়া মেরিটাইম সামিটের প্রস্তুতি বৈঠকে বুধবার কলকাতায় এ খবর জানিয়েছেন জাহাজ মন্ত্রণালয়েরর কর্মকর্তারা। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এ রাজ্য এসে প্রধানমন্ত্রী সাগর বন্দর এবং হলদিয়ায় মাল্টি মোডাল হাবের শিলান্যাস এবং পেট্রাপোল আন্তর্জাতিক কাস্টমস স্টেশনের সূচনা করবেন। সাগরে গিয়ে ইতোমধ্যেই বন্দরের অফিসাররা প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের জায়গা ঠিক করে এসেছেন। মুখ্যমন্ত্রীর দফতরের এক কর্মকর্তা জানান, সাগর বন্দরটি কেবল কেন্দ্রের প্রকল্প নয়। এর ২৬% অংশীদারী রাজ্যের হাতে রয়েছে। রাজ্য জমির ব্যবস্থা করবে। সুতরাং এই প্রকল্পে মুখ্যমন্ত্রীর থাকতে আপত্তি নেই। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি।
You are in point of fact a excellent webmaster.
The site loading velocity is amazing. It sort of feels that you’re doing any unique trick.
Moreover, the contents are masterwork. you’ve done a great process
in this matter! Similar here: zakupy online and also here:
Najtańszy sklep