সাম্প্রতিক সংবাদ

উত্তরা প্রেসক্লাবে দয়াল কুমার বড়ুয়ার এক লাখ টাকা অনুদান

উত্তরার সাংবাদিকদের নিয়ে গঠিত উত্তরা প্রেস ক্লাবের উন্নয়ন কাজের জন্য এক লক্ষ্য টাকার অনুদান প্রদান করেছেন ঢাকা -১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক দয়াল কুমার বড়ুয়া।

সোমবার বিকালে উত্তরার খালপাড়ে উত্তরার প্রেস ক্লাবের নিজস্ব ভবনে এ অনুদান প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি বদরুল আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন দয়াল কুমার বড়ুয়া।

এসময় উত্তরার সাংবাদিকদের দু:খ কষ্ট এর কথা উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে দয়াল কুমার বড়ুয়া বলেন, ঢাকা -১৮ আসনকে দেখলে মনে হয় ৩০ বছর পিছিয়ে আছে। একজন ভালো নেতার অভাবে আজ এ অঞ্চলের মানুষ নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সাংবাদিকদের একটা প্রেস ক্লাব সেটাও বসার মত ভালো জায়গা নেই। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক মনির হোসেন জীবন, মাসুদ পারভেজ, উত্তরা প্রেস ক্লাবের সহ-সভাপতি রিপন মিয়াসহ অনেকে।

Facebooktwitterredditpinterestlinkedinmail

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

shared on wplocker.com