কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: ১৬ ডিসেম্বর বিকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মন্ডল বাড়ি সংলগ্ন এলাকায় আবুল কাশেম মন্ডল ফোরকানিয়া মাদ্রাসা ও মসজিদের ভিত্তি প্রস্থর উদ্বোধন করা হয়।
ভিত্তি প্রস্থর উদ্বোধন করেন বিডি নীয়ালা নিউজ এর চেয়ারম্যান ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ রফিকুল ইসলাম মন্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল কাশেম মন্ডল ফোরকানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ইয়োংলি গ্রুপ চীন এর জেনারেল ম্যানেজার চীন প্রবাসী আলহাজ¦ জিকরুল আলম মন্ডল। ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, সমাজ-সেবক আলহাজ¦ একাব্বার আলী, মনতাজ উদ্দিন, রেয়াজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ভিত্তি প্রস্থর শেষে দোয়া পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মৌলভী মজিদুল ইসলাম।