সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকার:উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর গত কয়েক দিনের টানা বর্ষনে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে (সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এলাকায়) বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির সাথে সাথে নিম্নঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শনিবার দুপুর ৩টা পর্যন্ত যমুনা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ডাটা এ্যান্টি অপারেটর আব্দুল লতিফ জানান, গত বৃহস্পতিবার থেকে যমুনা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেতে শুরু করে। গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ৪২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা আব্দুর রহিম যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ার তথ্য নিশ্চিত করে জানান, জেলা ত্রাণ ও পুনবার্সন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে বন্যা মোকাবেলায় সকল প্রস্তুতি রয়েছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এতে হতাশ হওয়ার কিছু নাই।