সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃ কাজীপুরের ৭০ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি বছরে সংস্কারের জন্য বরাদ্দ হয় ৫ লক্ষ ৬৫ হাজর টাকা।সংস্কার কাজ এত নিন্মমানের হয়েছে যে ছাদ চুয়ে ঘরের মেঝেতে পানি পড়ে সয়লাব ।

গত সোমবার বিদ্যালয়টিতে সরেজমিনে গিয়ে জানা যায়, চলতি অর্থবছর পি ডি পি ৩ এর আওতায় মেঝর মেরামত বা বড় মেরামতের নামে বিদ্যায়টির ২টি ভবনের একটিতে নূতন টিন লাগানোর কথা ছিল অপরটিতে পুরো দেয়াল এবং ছাদের পলেস্তার চটিয়ে নুতন করে সংস্কার করা।

কিন্ত ঠীকাদার একটি ভবনে মাত্র ৪ টি টিন পাল্টিয়ে এবং নামমাত্র মেঝের কাজ করেছে। অপর ভবনটিতে ২/১ স্থানে পলেস্তার চটিয়ে রং লাগিয়ে কাজের ইতি টানা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিওম লাভলি জানান এত টাকা বরাদ্দ তবুও সামান্ন বৃষ্টি হলেই আগের মত ছাদ চুয়ে পানি পড়ে ঘরের মেঝেতে সয়লাব হয়ে যায়।

প্রয়োজনীয় কাগজপত্র ভিজে যায়।কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম জানান আমি বিদ্যালয়টি সরেজমিনে দেখেছি ঠীকাদার বরাদ্দের অর্ধেক কাজ করেছে কাজেই তাকে অর্ধেক বিল প্রদান করা হয়েছে, বাকি কাজ সম্পন্ন হলে অবশিষ্ট বীল প্রদান করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে