উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধিঃ যশোর জেলার পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের নির্দেশক্রমে মাদক ও চোরাচালান মুক্ত যশোর জেলা গঠনের লক্ষ্যে এএসপি নাভারন সার্কেল ও মোঃ বদরুল আলম খান, অফিসার ইনচার্জ শার্শা থানা, যশোরের সার্বিক তত্ত্বাবধানে এএসআই(নিঃ)/মোঃ তায়েবুর রহমান, গোড়পাড়া পুলিশ ক্যাম্প, শার্শা থানা, যশোর সহ সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮/১১/২১ খ্রিঃ ২০.৩০ ঘটিকায় শার্শা থানাধীন লক্ষণপুর টু আন্দোলপোতা গামী পাকা রাস্তায় লক্ষণপুর মাঠপাড়াস্থ তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১।

মোঃ রিপন মোড়ল(৩২), পিতা-মোঃ ইসমাইল মোড়ল, মাতা-শরিফা খাতুন ,স্থায়ী: গ্রাম- ধান্যখোলা, উপজেলা/থানা- বেনাপোল পোর্ট থানা, জেলা -যশোর, ২। মিন্টু মিয়া(৩২), পিতা-মোঃ দেলোয়ার মিয়া, মাতা-রহিমা খাতুন ,স্থায়ী: গ্রাম- পান্তাপাড়া (আমড়াখালী) , উপজেলা/থানা- শার্শা, জেলা -যশোর’দ্বয়ের দখল হতে ৩০০ (তিনশত) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ ধৃত করেন। এ ব্যাপারে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে