ডেস্ক রিপোর্ট :  ভারতজুড়ে চলছে এনআরসি বিরোধী তুমুল আন্দোলন। যার ঢেউ সজোরে আছড়ে পড়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায়ও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয় নিজে মাঠে নেমেছেন এনআরসি বিরোধী আন্দোলনে। এরই মধ্যে কলকাতায় আজ বিকেলে বসে গেলো আইপিএলের জমজমাট নিলামের।

আইপিএলের আট ফ্রাঞ্চাইজি খেলোয়াড় বেচা-কেনা করার জন্য টেবিলে বসে ঢালছেন কোটি কোটি টাকা। এক একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে কেনার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়ছেন আইপিএলের ফ্রাঞ্চাইজিরা, তা রীতিমত আশ্চর্যজনক।

কিন্তু বিস্ময়ের সব স্তর ছাড়িয়ে গেছেন অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্স। ২ কোটি রুপি ছিল তার ভিত্তিমূল্য। সেই ২ কোটি রুপি থেকে নিলামযুদ্ধ শুরু হয় অস্ট্রেলিয়ান এই পেসারকে নিয়ে। শেষ পর্যন্ত প্যাট কামিন্সকে নিয়ে যুদ্ধ শেষ হয় ১৫.৫ কোটি রুপিতে।

কলকাতা নাইট রাইডার্স ১৫.৫ কোটি রুপিতে (১৮ কোটি ৫৩ লাখ টাকা) কিনে নেয় অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সকে। তাদের লড়াই করতে হয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে।

P/B/A/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে