রাজধানীর বাসিন্দা সবার সহযোগিতায় ২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হবে বলে আশা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

বুধবার (২০ জুলাই) ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ তাজুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মুসলিম সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব রীতি অনুসারে রাজধানীর উত্তর ও দক্ষিণ উভয় সিটি করপোরেশনে গবাদি পশু জবাই হবে। পাড়া-মহল্লার অলিগলি থেকে শুরু করে রাজপথ সর্বত্রই পশু কোরবানি শেষে বর্জ্য ফেলা হবে।

পরিত্যক্ত এসব কোরবানির পশুর বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএনসিসি মেয়র।

Jag/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে