ডেস্ক স্পোর্টসঃ সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত নভেম্বরে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করে বার্সেলোনা। নতুন চুক্তি অনুযায়ী, স্প্যানিশ ক্লাবটি তার বাই-আউট ক্লজ নির্ধারণ করে ৭০০ মিলিয়ন ইউরো। সেই হিসাবে বর্তমানে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এ খুদে জাদুকর।

তবে মেসির জন্য সব রকম পথ খোলা রাখছে বার্সা। এ রকমটি ঘটলে কর্তৃপক্ষকে কোনো হিসাব-নিকাশ না দিয়েই যে কোনো মুহূর্তে ক্লাবটি ছাড়তে পারবেন তিনি। সম্প্রতি আর্জেন্টাইন যুবরাজের সঙ্গে চুক্তিতে এ বিষয়টিও ঢুকিয়ে দিয়েছেন কাতালানরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্ডো জানাচ্ছে, নিজ থেকেই এ দাবি জানিয়েছিলেন মেসি। পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তাতে সম্মতি জানিয়েছে বার্সা। এখন কাতালানরা স্বাধীন হলে লা লিগায় বার্সার খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও সমস্যা নেই পাঁচবারের বর্ষসেরার। তাৎক্ষণিকভাবে ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্স, ইতালির ক্লাবে খেলতে পাড়ি জমাতে পারবেন ওয়ান্ডারম্যান।

স্পেনের বর্তমান আইন অনুযায়ী, স্বাধীনতা পেলেই লা লিগা থেকে বহিষ্কৃত হবে বার্সা।

 

 

J/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে