আসাদ হোসেন রিফাত,লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চুলার আগুন থেকে সুত্রপাত হয়ে ভয়াভহ অগ্নিকান্ডে ঘরবাড়ী সহ এক পরিবারের শিশুসহ ৩ জন অগ্নিদগ্ধ। প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।জানাগেছে, উপজেলার দক্ষিন গড্ডিমারী এলাকার মৃত্যু জোবেদ আলীর স্ত্রী হাজরা বেগম রবিবার রাতে প্রতিদিনের ন্যয় ঘুমিয়ে পড়ে। ঘুমান্তবস্থায় রান্না ঘরের চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে মহুর্তের মধ্যে পুরো বাড়ীতে আগুন ছড়িয়ে পড়ে এতে ২টি টিনের ঘর এবং ঘরে থাকা যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ সময় ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা পরিবারের তিন সদস্য হাজেরা বেগম (৪৫) ও তার ২ শিশু সন্তান আল আমিন (১৫) ও হিমেল (১০) ঘরের ভিতর আটকা পড়ায় অগ্নিদগ্ধ হয়ে গুরুত্বর আহত হয়। এলাকাবাসী ও ফায়র সার্ভিসের সহযোগিতায় আগুন নিভানোর পর আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে হাজরা ও হিমেল এর অবস্থা আশংকাজনক বলে হাসপাতাল সুত্রে জানাগেছে। অগ্নিকান্ডের বিষয়ে যোগাযোগ করা হলে ফায়ার সার্ভিস জানান, চুলার আগুন থেকে অগ্নিকান্ড সুত্রপাত ঘটে। এতে ঘরবাড়ী ও যাবতীয় মালামাল সহ প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি এবং শিশুসহ ৩ জন অগ্নিদগ্ধে গুরুত্বর আহত হয়েছে। খবর পেয়ে ক্ষতিগ্রস্থ্য পরিবারকে দেখতে যান সংশ্লিষ্ঠ ইউপি চেয়ারম্যান মানোয়ার হোসেন দুলু,এসময় ক্ষতিগ্রস্থ্য পরিবারকে সরকারীভাবে ক্ষতি পুরনের আশ্বাস দিয়ে নিজ খরচে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেন। 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে