সিরাজগঞ্জ থেকে,মারুফ সরকারঃহাওড় অঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যকে ”মায়া কান্না” মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন-হাওড় দুর্গত এলাকায় না গিয়ে বেগম খালেদা জিয়া ঢাকায় ঘরে মায়া কান্না করছেন। অন্যদিকে হাওড় এলাকায় সরকার সার্বক্ষণিক কাজ করছেন। রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, ত্রানমন্ত্রী ও দলীয় এমপি সহ আওয়ামীলীগের নেতাকর্মীরা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। তিনি সোমবার দুপুরে তাঁর নির্বাচনী এলাকা কাজীপুর হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালে কর্মরত ডাক্তার নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উদ্ভুত পরিস্থিতিবে নিয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেছেন- ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা নিয়ে সংসদে প্রশ্ন তোলা হলে বেগম খালেদা জিয়া তুচ্ছতাচ্ছিল্য করে নিহতের সংখ্যা আরো বেশী হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছিলেন। সেই খালেদা জিয়ার এখন হাওড় অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা নিয়ে কা বলা বেমানান বলেও তিনি মন্তব্য করেছেন।স্বাস্থ্যমন্ত্রী ্েমাহাম্মদ নাসিম সোমবার দুপুরে কাজীপুর হাসপাতালে পৌছে হাসপাতালের ডাক্তার ও নার্সের অপমৃত্যুর বিষয়টি সরেজমিন অবহিত হন। পরে তিনিকাজীপুর উপজেরা রেষ্ট হাউসে কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন- ডাক্তার নার্সের অপমৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক এবং বেদনাদায়ক। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পাবার পর ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যত শক্তিশালী হোক তাকে শাস্তির মুখোমুখী হতেই হবে। পরে তিনি বিয়াড়া গ্রামে নিহত নার্স জোবেদা খাতুনের বাসায় যান এবং তার পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা প্রকাশ ও তার কবর জিয়ারত করেন এবং নগদ আর্থিক সহযোগিতা প্রদান করেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে