স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. নাসিমা সুলতানা জানিয়েছেন, স্বাস্থ্য অধিদফতর ও ব্র্যাক পরিচালিত করোনা নমুনা সংগ্রহ বুথ থেকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হয়।
আজ দুপুরে অধিদপ্তরের করোনা বিষয়ক হেলথ বুলেটিন উপস্থাপনকালে তিনি বলেন, এই বুথগুলোতে কেউ কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এই বুথ গুলোতে সম্পূর্ণ বিনামূল্যে সেবা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, এখন থেকে অনলাইন নিবন্ধনের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হবে। নিবন্ধনের জন্য লিংক হচ্ছে- coronatest.brac.net।
অতিরিক্ত মহাপরিচালক বলেন, করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তে নতুন করে আরও দুটি পিসিআর ল্যাব যুক্ত হয়েছে। ঢাকার সিএসবিএফ হেলথ সেন্টার এবং গাজীপুরের শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে ল্যাব দুটি স্থাপন করা হয়েছে। এখন দেশে মোট পিসিআর ল্যাবের সংখ্যা দাঁড়াল ৫৫টি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে