জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্ট বালক ও বালিকা অনুর্ধ-১৭ জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে নীলফামারী শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক অনুর্ধ-১৭ ফাইনাল খেলায় সৈয়দপুর উপজেলা দল ৩-০ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়।

অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা অনুর্ধ-১৭ ফাইনালে নীলফামারী উপজেলা দল ৩-০ গোলে ডোমার উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন এর সভাপতিত্ব এসময় জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, ‘জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এবং নীলফামারী জেলা প্রশাসেনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেণ্টে জেলার ১৪টি দল অংশগ্রহণ করে। গত ২৯ মে এ খেলা শুরু হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে