জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধি: বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নীলফামারীর সৈয়দপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সুবর্ণজয়ন্তী উদযাপন করেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিমানের সৈয়দপুর জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানিকতা শুরু করেন বিমান কর্তৃপক্ষ।

শহরের বঙ্গবন্ধু সড়কে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা- কর্মচারী ও সুধীজন অংশ নেন। শোভাযাত্রাটি শহরের সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিমানের সৈয়দপুর জেলা ব্যবস্থাপক হারুন অর রশিদ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান বলেন, বিমান আমাদের অহংকার। বঙ্গবন্ধুর নেতৃত্বে ৫০ বছর আগে এর পথচলা শুরু। সেই থেকে সারাবিশ্বে আমাদের জাতীয় পতাকা বহন করছে বাংলাদেশ বিমান। বিমানের ৫০ বছর পূর্তিতে তিনি এর আরও সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর বিমানবন্দরের স্টেশন ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে