জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ সবুজ শহর গড়ার পরিকল্পনায় নীলফমারীর সৈয়দপুরে সৌন্দর্যবর্ধক বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে শহরের শহীদ মৃধা ক্যাপ্টেন শামসুল হুদা (বিমানবন্দর) সড়কের দুইপাশে সৌন্দর্যবর্ধক বিভিন্ন ধরণের প্রায় এক হাজার গাছের চারা রোপন করা হয়।

নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) সারোআর আলমের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরমেয়র রাফিকা আকতার জাহান, সৈয়দপুর উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু প্রমূখ।

এ কর্মসূচীতে সার্বিক সহযোগিতে করছেন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রভাষক শফিকুল ইসলাম ও সামাজিক সংগঠন হ্নদয়ে সৈয়দপুরের সদস্যরা।

কর্মসূচীর উদ্যোক্তা অতিরিক্ত পুলিশ সারোআর আলম জানান, শহরের সৌন্দর্য বাড়াতে এর আগে চলতি মাসেই সাড়ে পাঁচশ গাছের চারা রোপণ করা হয়েছে। গোটা শহরে সৌন্দর্যবর্ধক বিভিন্ন জাতের আরও প্রায় সাড়ে তিন হাজার গাছের চারা রোপণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে