জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর সৈয়দপুরে সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তাদের সাথে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল হোসনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায় ৷ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আজমল হোসেন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এমএম আলী রেজা রাজু, (পি,আই,ও)মির্জা আবু সাইদ, উপজেলা আঃলীগের সভাপতি মহসিনুল হক মহসিন, সহ সভাপতি ইন্জিনিয়ার রাশেদুজ্জামান রাশেদ, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সংবাদকর্মী,
এনজিও, উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণ ৷ সভার শুরুতে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে ইউএনও মুহাম্মদ ইসমাঈল হোসন ভিডিও ডকুমেন্টারি ও পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। পরে অতিথিরা সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিরোদা রানী রায় বলেন, সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নে উদ্যোক্তাগণ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। তাদেরকে এই পেনশন স্কিম বাস্তবায়নে শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার আহবান জানান।

এসময় উদ্যোক্তাগণ উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে, সর্বোচ্চ পেনশন স্কিমের আওতায় আনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে